ইবির ফোকলোর স্টাডিজ বিভাগের বিদায় সংবর্ধনা

0
161
 রানা আহম্মেদ অভি, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফোকলোর স্টাডিজ বিভাগের সম্মান ২০১৭-১৮ এবং স্নাতকোত্তর ২০২১-২২ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ড. আবু শিবলী মোঃ ফতেহ্ আলী চৌধুরীর সভাপতিত্বে ও প্রভাষক ড. মো. এরশাদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মতিনুর রহমান। এছাড়াও বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলো। এসময় ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়ী স্মারক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মতিনুর রহমান বলেন, ‘সময় জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমাদেরকে সময়ের সাথে নিজেদের গঠন করতে হবে। নিজের দায়িত্ব নিজেই পালন করতে হবে। নিজেকে ক্ষতিগ্রস্ত করলে পিতামাতা, শিক্ষকসহ সকলের প্রতি অন্যায় এবং দেশের বোঝা হয়ে দাড়াতে হবে। সকলের জন্য শুভ কামনা।’
এসময় সভাপতির বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি ও ফোকলোর স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আবু শিবলী মো: ফতেহ আলী চৌধুরী বলেন, ‘বিদায়ী শিক্ষার্থীদের জন্য শুভকামনা রইল। তোমরা বিশ্ববিদ্যালয় থেকে যে যোগ্যতা অর্জন করেছো তা দিয়ে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে এবং আমাদের ভালো কিছু উপহার দিবে এই প্রত্যাশা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here