চুয়াডাঙ্গার দুটি আসনে নির্বাচনের  দু’ভাই,আত্নীয় স্বজনরা দু’দিক সামলাতে খাচ্ছে হিমসিম

0
153
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা)প্রতিনিধিঃ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার ১ও২ নির্বাচনী মাঠে দুই শিল্পপতি দু’ভাই লড়াইয়ে অবতীর্ণ হয়েছে।ফলে আত্নীয় স্বজনরা দু নির্বাচনী এলাকায় নির্বাচনী কার্যক্রম চালাতে হিমসিম খাচ্ছে।
আগামী ৭ জানুয়ারি  দ্বাদশ সংসদ নির্বাচনী লড়াইয়ে  চুয়াযাঙ্গায় রয়েছেন শিল্পপতি দুই ভাই। তারা পৃথক দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বড় ভাই এম এ রাজ্জাক খান চুয়াডাঙ্গা-১ এবং ছোট ভাই আবদুল লতিফ খান চুয়াডাঙ্গা-২ নির্বাচনি এলাকা থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।
বড় ভাই এমএ রাজ্জাক খান আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফ্রিজ মার্কা নিয়ে লড়ছেন। আর ছোট ভাই আবদুল লতিফ খান চুয়াডাঙ্গা-২ আসনে জাকের পার্টির প্রার্থী হিসেবে গোলাপফুল প্রতীক নিয়ে জোর প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
চুয়াডাঙ্গা জেলা শহরের পলাশপাড়ার মৃত আফজাল খানের সাত ছেলের মধ্যে ষষ্ঠ এমএ রাজ্জাক খান। তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য। এমএ রাজ্জাক খান চুয়াডাঙ্গা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।অন্যদিকে
ভাইদের মধ্যে কনিষ্ঠ আবদুল লতিফ খান যুবরাজ। তিনি সেভেন ওয়ান ইলেকট্রিক অ্যান্ড মেনুফ্যাকচারিংয়ের মহাপরিচালক। এছাড়া জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টির সভাপতি।
আবদুল লতিফ খান যুবরাজ  বলেন, আমি দীর্ঘ ২২ বছর ধরে এলাকার মানুষের দ্বারে দ্বারে ঘুরছি। আমি জয়ের ব্যাপারে একশ ভাগ আশাবাদী। যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমি বিপুল ভোটে জয়ী হব।এদিকে দু ভাই দুটি আসনে লড়াই করার কারনে তাদের নিকট আত্নীয় স্বজনরা দুভাইকে সময় দিতে হিমসিম খাচ্ছে।তবে তার মধ্যেও আনন্দের সাথে মেনে নিয়ে এগিয়ে চলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here