নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৪ আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী অ্যাড. জহুরুল হক জহির বাঘারপাড়া উপজেলার জহুরপুর ও বন্দবিলা ইউনিয়নে গণসংযোগ করেছেন।
শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে নেতাকর্মীদের বাজার বাসস্ট্যান্ডে জড়ো হন জহির। সেখান থেকে তেলপাম্প, পশুহাট, এমপি মোড়, মাছবাজার, ব্রিজঘাটে গণংসযোগ করেন। বেলা বারোটায় কেশবপুর কাদেরিয়া দরবার শরিফ জিয়ারত শেষে জামতলা, চতুরবাড়িয়া, বেতালপাড়া, জহুরপুর, মাঝিয়ালি, ভাটারআমতলা, পাঠান পাইকপাড়া, সীমাখালী ও পুলেরহাটসহ বিভিন্ন এলাকায় কয়েকশ নেতাকর্মী নিয়ে গণসংযোগ চালান জাতীয় পার্টির এই কেন্দ্রীয় নেতা। এ সময় বাজারের ব্যবসায়ী, ক্রেতা, পথচারীসহ বিভিন্ন শ্রেণির ভোটারদের হাতে লাঙ্গল প্রতিক সম্বলিত লিফলেট বিতরণ করে ভোট চান জহির। গভীর রাত পর্যন্ত চলে এ কর্মকাণ্ড।গণসংযোগকালে অ্যাড. জহুরুল হক জহির বলেন, ‘আমি জনগণের সেবক হিসেবে থাকতে চাই। মানুষের কল্যাণে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যাব। নির্বাচিত হলে দল ও মতের ঊর্ধ্বে থেকে সবাইকে সাথে নিয়ে বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়ার উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।’















