যশোরের রাজারহাটে সড়ক দুর্ঘটনায় আহত ২  

0
217
নাসির উদ্দিন নয়ন কুয়াদা যশোর প্রতিনিধি : যশোর সদরের রাজারহাট রেললাইন সংলগ্ন ভৈরব ব্রিকস এর সামনে এক মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ট্রাকের হেলপার মারাত্মকভাবে আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে চুকনগর থেকে ছেড়ে আসা খুলনা মেট্রো ট ১১ – ১৩৩১ নাম্বারের একটি সুপারি ও আলু বোঝাই ট্রাক রেললাইন সংলগ্ন ভৈরব ব্রিকস এর সামনে নষ্ট হয়ে থাকা কুষ্টিয়া ট ১১ – ১৪৯১ নাম্বার অপর একটি আলু বোঝাই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। এতে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ট্রাক ড্রাইভার ও হেলপার মারাত্মকভাবে আহত হন। সংবাদ পেয়ে যশোর কোতয়ালী মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন এবং মারাত্মক জখম অবস্থায় ট্রাকের হেলপার’কে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। স্থানীয়রা জানান, ভোর আনুমানিক ৪ঘটিকার দিকে আমরা বিকট একটা শব্দ শুনতে পাই। শব্দ শুনে রাস্তায় এসে দেখি রাস্তার পাশে নষ্ট হয়ে থাকা আলু বোঝাই ট্রাকের পিছনে একটি ট্রাক সজোরে ধাক্কা মেরেছে। আমরা তড়িঘড়ি করে উদ্ধার কার্যক্রম শুরু করি এবং ট্রাক ড্রাইভার’কে বের করতে সক্ষম হই। কিন্তু হেলপার ভিতরে আটকে থাকায় ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনা স্থলে এসে ট্রাকের বডি কেটে ট্রাকের হেল্পারকে উদ্ধার করে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। হেল্পারের অবস্থা আশংকাজনক বলে তারা জানান। অতিরিক্ত গতি এবং ঘুম চোখে নিয়ে গাড়ি চালানোর কারণে এই ট্রাক দুর্ঘটনার অন্যতম কারন বলে স্থানীয়রা মনে করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here