ডুমুরিয়ায় বেতটানা খাল ভরাট করে ব্যক্তি মালিকানা রাস্তা তৈরির অভিযোগ, সহকারী কমিশনারের নির্দেশে কাজ বন্ধ। 

0
169
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া (খুলনা)। হাঁসের খামারে যাওয়া আসার জন্য খুলনার ডুমুরিয়া উপজেলা শোভনা ইউনিয়নের শিবপুর মোড়ের সন্নিকটে গত কয়েক দিন ধরে বেতটানা খাল দখল পূর্বক ভরাট করে ব্যক্তি মালিকানা রাস্তা করার অভিযোগ পাওয়া গেছে। এতে বর্ষার মৌসুমে ঐ এলাকার শত শত বিঘা জমির পানি সরবরাহে বাঁধা গ্রস্থ হবে বলে এলাকাবাসী আশঙ্কা করছে। এঘটনার প্রতিকার চেয়ে এলাকাবাসীর গণস্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর করা হয়েছে। কিন্তু তারপরও তারা খাল ভরাট করে নিজেদের চলাচলের রাস্তা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সরজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা শোভনা ইউনিয়নের শিবপুর মোড়ের সন্নিকটে বেতটানা খালের উত্তর পাশে যৌথ মালিকানায় একটি হাঁসের খামার করেছে শিবপুর বাদুরগাছা এলাকার নজরুল হালদারের ছেলে মিলন হালদার ও ইসলাম বাওয়ালীর ছেলে কামাল বাওয়ালী। কিন্তু খামারে যাওয়া আসার জন্য তারা সরকারি খালের উপর স্কেটর দিয়ে মাটি ভরাট করে রাস্তা তৈরি করছে। এভাবে পানি সরবরাহের খাল বন্ধ করে রাস্তা করায় বর্ষার মৌসুমে ঔ এলাকার শত শত বিঘা জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এব্যাপারে খামারের ম্যানেজান সুমন্ত পাল বলেন, আমরা শুধু রাস্তা তৈরি করছি না। ববং খালও কেটে দিচ্ছি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আশিষ মোমতাজ বলেন , খালেন উপর দিয়ে রাস্তা তৈরির ঘটনায় এলাকাবাসী একটি অভিযোগ করেছে। অভিযোগের ভিত্তিতে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। তবে যদি নির্দেশ অমান্য করে পূর্ণরায় কাজ করে। তাহলে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here