বাঘারপাড়ায় নৌকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন,ঐক্যমতে আওয়ামীলীগ নেতারা

0
171

বাঘারপাড়া প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাঘারপাড়ায় নৌকা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির সভায় গত বৃহস্পতিবার উপজেলা আওয়ামীলীগ অফিসে হাতাহাতির ঘটনায় আজ(গতকাল)এক বৈঠকে বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের শীর্ষ নেতাদের মধ্যস্ততায়   যশোর -৪ আসনের আওয়ামীলীগের প্রার্থী এনামুল হক বাবুলের উপস্থিতিতে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।বৈঠকে প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ।এসময়  সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে নৌকাকে বিজয়ী করতে একযোগে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।এ দিন নির্বাচন পরিচালনা কমিটিও করা হয়।বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলীকে প্রধান সমন্বয়কারি এবং ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা ও ইউপি চেয়ারম্যান মোতালেব তরফদারকে সদস্য সচিব করে এ নির্বাচনী কমিটি করা হয়।শনিবার সকালে বাঘারপাড়ার দোহাকুলা বাজারে সাবেক সচিব সন্তোষ কুমার অধিকারির বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী। এছাড়া  বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের উচ্চ পর্যায়ের সকল নেতাকর্মী, সমর্থকরা উপস্থিত ছিলেন। সভায়  আরো উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা সাবেক অতিরিক্ত সচিব সন্তোষ কুমার অধিকারি, ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ, ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, যশোর জেলা পরিষদের সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলা, বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা, বাঘারপাড়া পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হোসেন বিশ্বাস,  ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, আরিফুল ইসলাম তিব্বত, রবিউল ইসলাম রবি, যুবলীগ নেতা আফজাল হোসেন সঞ্জীব, এনায়েত হোসেন লিটন, বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেন, সাধারণ সম্পাদক শাহ জালাল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here