ভোট বর্জনের আহবান জানিয়ে ঝিনাইদহে লিফলেট বিতরণ করে বিএনপি

0
146
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : এক দফার দাবি আদায়ে বিএনপি’র অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে ভোট বর্জনের আহবান জানিয়ে ঝিনাইদহে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার  দুপুরে জেলা বিএনপির’ আয়োজনে হরিণাকুন্ডু ও সদর উপজেলার বিভিন্ন হাটে বাজারে এ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। লিফলেট বিতরণকালে ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি এ্যাড এম এ মজিদ, যুবদলের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু ও শৈলকুপা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান তুর্কিসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেয়। এদিকে কালীগঞ্জে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে ভোট বর্জনের ডাক দিয়ে লিফলেট বিতরণ করা হয়। বিকাল তিনটার দিকে লিফলেট বিতরণের পাশাপাশি এই অবৈধ সরকারকে সব ধরণের সহযোগিতা বন্ধ করার আহবান জানানো হয়। এদিকে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদ লিফলেট বিতরণকালে জনতার উদ্দেশ্যে বলেন, এই সরকার জালেম ও ফ্যাসিষ্ট। আইনগত ভাবে হাসিনা সরকারের কোন ভিত্তি নেই। তারা র‌্যাব, বিজিবি ও পুলিশ বাহিনীর উপর ভর করে টিকে আছে। কাজেই ৭ জানুয়ারীর ডামি নির্বাচন বর্জন করতে হবে। এমনকি সকলকে ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকতে হবে। পারমথুরাপুর বাজারে গনসংযোগকালে এম এ মজিদ আরো বলেন, নৌকা ও আওয়ামীলীগ দেশবাসির কাছে এখন আতংকের নাম। তারা নিজেরা নিজেরা প্রার্থী হয়ে মারামারিতে লিপ্ত। এতেই বোঝা যায় আওয়ামীলীগ ভিন্নমতকে সম্মান করে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here