অভয়নগরে তরুণ সমাজের উদ্যোগে সাইকেল র‌্যালি

0
161

অভয়নগর (যশোর) প্রতিনিধি : “সৎ লোক যোগ্য লোক, আমাদের অভিভাবক” এই স্লোগানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর-৪ আসনের তরুণ সমাজের উদ্যোগে এক সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে অভয়নগর উপজেলার নওয়াপাড়া ইনস্টিটিউটের মাঠ থেকে শুরু করে রাজঘাট বাস স্ট্যান্ডে এসে সাইকেল র‌্যালিটি শেষ হয়।
নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত সাইকেল র‌্যালি উদ্বোধন করেন যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া-বসুন্দিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুল। তিনি শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এই সাইকেল র‌্যালির উদ্বোধন করেন। র‌্যালিতে শতাধিক সাইকেল নিয়ে তরুণরা অংশগ্রহণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল, নওয়াপাড়া ইনস্টিটিউটের ক্রীড়া সম্পাদক সঞ্জয় কুমার রায়, আওয়ামী লীগ নেতা হাসানুজ্জামান কাজল, ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন শান্ত, ইয়াদ, অর্ক প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে যশোর-৪ আসনের নৌকার প্রার্থী এনামুল হক বাবুল বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here