বেতালপাড়ায় সমাবেশে শত শত নেতাকর্মী নৌকাকে বিজয়ী করতে একাট্টা জহুরপুর আ.লীগ

0
365
খাজুরা (যশোর) প্রতিনিধি: যশোর-৪ আসনে নৌকার প্রার্থী এনামুল হক বাবুলকে বিজয়ী করতে একাট্টা হয়েছেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। শুক্রবার। (২৯ ডিসেম্বর) বেতালপাড়া বাজারে কর্মী সমাবেশে একই মঞ্চে দেখা গেছে নুর মোহাম্মদ পাটোয়ারী, আসাদুজ্জামান মিন্টু ও দীলু পাটোয়ারীকে। বিভক্তির কিংবা মনস্তাত্ত্বিক দ্বন্ধ ভুলে নৌকার পক্ষে নিজেদের ঐক্যমতের জানান দিয়েছেন তারা।
বিকেলে জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন, দলীয় সভাপতি আকবর আলী বিশ্বাস। প্রধান অতিথির বক্তৃতায় যশোর-৪ আসনে নৌকা প্রতিকের প্রার্থী এনামুল হক বাবুল বলেন, নিজেদের মধ্যে মান-অভিমান ও দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করে জননেত্রী শেখ হাসিনার নৌকাকে আবারও বিজয়ী করে তাকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বাবুল বলেন, যারা ৭ জানুয়ারি ভোটের দিন ভোট কেন্দ্রে যেতে ভোটারদের বাঁধা দেবে তাদেরকে প্রতিহত করতে হবে।
কর্মী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাসান আলী, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী।
জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ পাটোয়ারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলা, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড সৈয়দ কবীর হোসেন, আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী, জহুরপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু, কেন্দ্রীয় যুবলীগ নেতা আব্দুল্লাহ রানা ও বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শাহজালাল।
কর্মী সমাবেশে আওয়ামী লীগ নেতা সন্তোষ অধিকারী, সাবেক চেয়ারম্যান বদর উদ্দীন মোল্যা, বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকু, আওয়ামী লীগ নেতা আলী হায়দার টফি, ফিরোজ মন্ডল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা তৌহিদুর রহমান, অভয়নগর উপজেলার সভাপতি শফি কামাল, যুবনেতা মাসুম রেজা খান, অভয়নগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ খালিদ মাহমুদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের তৃণমূলের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here