দর্শনার বাড়াদি সীমান্তে বিএসএফ’র গুলি করার ১৬ দিনের মাথায় দু’টি লাশই ফেরত 

0
169
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ দামুড়হুদার দর্শনার বাড়াদি সীমান্তে গুলি করার ১৬ দিনের মাথায়  বিএসএফ দু’টি লাশই  ফেরত দিয়েছে।
শনিবার  বিকাল ৫টায়  দু’দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে পতাকা বৈঠক শেষে
 দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের  সাইদুল ও একই পাড়ার খাঁজা মঈনুদ্দিনের লাশ ফেরত দেয়। গত১৬ ডিসেম্বর রাতে দর্শনার কামারপাড়া-বারাদী সীমান্তের ৮২ মেইন পিলারের পাশ দিয়ে তারা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। এসময় ভারতের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানাধীন ৩২ গোবিন্দপুর বিএসএফ ক্যাম্পের একটি টহল দলের মুখোমুখি হয়।  বিএসএফ দল চোরাকারবারীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয় সাইদুল ও খাঁজা মইনুদ্দিন । পরে লাশ ফেরত চেয়ে বিজিবি-বিএসএফকে পত্র দিলেও বিএসএফ আইনি জটিলতার কারনে লাশ ফেরত দিতে দেরি করে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, ৮২ নং পিলারের কাছে কৃষ্ণনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপেন সরকার লাশ হস্তান্তর করে।এসময় আমি থানার ওসি হিসেবে লাশ দুটি গ্রহণ করি ও  লাশের স্বজনদের কাছে  বুঝে দেয়া হয়। এসময়  বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের এডি মো: হায়দার ও বিএসএফের কোম্পানি কমান্ডার রাজেস নারায়ণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here