এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলামের পে ব্যাপক প্রচার মিছিল করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে ওই মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে ওই স্থানে এসে শেষ হয়।
মিছিল শেষে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেন যশোর-৬ (কেশবপুর) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জি এম কবির হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক জি এম হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম রেজা, সাগরদাঁড়ি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ প্রমুখ। মিছিলে অংশ নেওয়া কেশবপুর উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলামকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে জানান।















