দর্শনাস্থ কেরুজ ১০ বোতল বিলাতি মদসহ আটক ২

0
156
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ দর্শনাস্থ কেরুজ মদসহ ২ জনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ টিম।
মঙ্গলবার সন্ধায় চুয়াডাঙ্গা  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে ও জেলা  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় স্টাফদের সমন্বয়ে নিয়ে একটি দল সদর থানার  সরোজগঞ্জের কালুরপোল রোডের কেটের মাঠ নামক স্থানে
 একটি  দোকানের সামনে এক মটরসাইকেল চালককে গতিরোধ করে।পরে তার মোটর সাইকেলের পিছনে একটি ব্যাগে বাঁধানো প্লাস্টিক ব্যাগের ভেতর  হতে দর্শনাস্থ কেরু ব্যান্ডের ১০ বোতল বিলাতি মদ ও ১ টি লাল রংয়ের TVS ১০০ সিসি মোটরসাইকেল চাবীসহ,যার চেসিস নম্বর PS625MF5L6N24433,ইঞ্জিন নম্বর DF5KL1800878,রেজিস্ট্রেশন নম্বর, ঝিনাইদহ -হ -১৫-৯৬-৪৫ সহ কোটচাঁদপুর উপজেলার শিবনগর গ্রামের মশিউর রহমানের ছেলে
মো:গাফফার (২৪) ও অন্য মামলার পলাতক  একই উপজেলার লক্ষীপুর গ্রামের কলম আলীর ছেলে রাজিব(৩০)কে আটক করে।পরে রাতে পরিদর্শক নাজমুল হোসেন খান  বাদী হয়ে  আসামির বিরুদ্ধে চুয়াডাঙ্গা  থানায় একটি   মামলা দায়ের করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here