বাঘারপাড়ায় নৌকা প্রতীকের কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

0
158
আজম খান, বাঘারপাড়া (যশোর)  : বৃহস্পতিবার যশোরের বাঘারপাড়ায় নৌকা প্রতীকের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পৌর আওয়ামীলীগের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুল।
এদিন বিকালে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্বে করেন পৌর সভার মেয়র কামরুজ্জামান বাচ্চু। এসময় বক্তব্য রাখেন, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন বিশ্বাস, বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারি অধ্যাপক নজরুল ইসলাম, যশোর জেলা পরিষদের সদস্য সাইফুজ্জান চৌধুরি ভোলা, নারিকেলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা, সাধারণ সম্পাদক মাস্টার এমদাদ হোসেন, ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত, জহুরপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আব্দুল্লাহ রানা, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহম্মেদ মিল্টন, যুবলীগ নেতা আফজাল হোসেন সঞ্জিব, জেলা মৎস্যজীবীলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা বাদশা, অভয়নগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শাহ খালিদ মামুন, বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন, সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন প্রমুখ। নৌকার প্রার্থী এনামুল হক বাবুল উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মাকার্য় ভোট দেওয়ার আহবান জানিয়ে বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি দলমত নির্বিশেষে  নৌকা  মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here