ভ্রাম্যমান প্রতিনিধিঃ যশোর-৮৯ মণিরামপুর-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী এমএ হালিম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ৪ই জানুয়ারী ২০২৪ তারিখ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় নিজ বাস ভবনে জাতীয় পার্টির প্রার্থী এম এ হালিম সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত সকল বিধি-বিধান মেনে নির্বাচনী কার্য পরিচালনা করে আসছিলাম। এখন পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচন অফিসারবৃন্দ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যবৃন্দ আমাকে সার্বিক সহযোগিতা করেছেন। সে কারণে আমি নির্বাচন কমিশন এবং সকল আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞ।আমার দল জাতীয় পার্টি আওয়ামীলীগ এর সাথে সিট ভাগাভাগির নির্বাচনে অংশ নিয়ে দেশ এবং জাতীয় পার্টির জন্য ক্ষতিকর মনে করে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসেই গণ মাধ্যমের সামনেই প্রতিবাদ করে ছিলাম। ভেবেছিলাম নির্বাচন করব না, কিন্তু মনিরামপুরের জনগনের স্বার্থের কথা চিন্তা করে নির্বাচনে অংশ নিয়ে প্রচারনা চালিয়ে যাচ্ছিলাম। আমার ধারণা ছিল হয়তো মনিরামপুরের জনগন স্বার্থ দল-মত নির্বিশেষে সবাই ভোটের মাধ্যমে একটি পরিবর্তনকে স্বাগত জানাবে। কিন্তু জাতীয় পার্টির চেযারম্যান ও মহাসচিব এর রহস্যজনক আচরণ ও আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির সমাজোতার বিষয়টি সাধারণ জনগন তো দূরের কথা আমার নিজ দলের নেতাকর্মীরাও মন থেকে মেনে নিতে পারেনি এ কারনে ভোটের আগ্রহ হারিয়েছে। দেশের বৃহৎ দুটি দল ইতিমধ্যে নির্বাচন বর্জন করেছেন সেহেতু বেশিরভাগ ভোটার এই ভোটে ভোট দিতে আসবে না আমরা নিশ্চিত হয়েছি,আমরা সাধারন ভোটারের ভোট নিয়ে জিততে চেয়েছিলাম সে কারনে জনগনের এবং জাতীয় পার্টির নেতা কর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচন থেকে সরে দাড়াচ্ছি। দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন এই নির্বাচন নিয়ে কি হবে সেটা নিয়ে শঙ্কা আছে হয়তো মুখোমুখি ঝগড়া এবং বিশৃঙ্খলা হবার সম্ভাবনা রয়েছে একারনে এসব অনাকাঙ্খিত ঘটনা থেকে নেতা কর্মীদের দূরে থাকার জন্যে আহবান করেন।যেহেতু আমি আমার লাঙ্গল মার্কা এর নির্বাচন থেকে সরে দাড়াচ্ছি তাই মণিরামপুর বাসিকে এই নির্বাচনে লাঙ্গল মার্কায় কোন ভোট না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।যে সমস্ত নেতাকর্মী এতোদিন আমার লাঙ্গল মার্কার প্রচারনার কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে তিনি অন্য কোনো দলের মার্কা বা প্রার্থীকে সমর্থন জানান নি সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাকির হোসেন বাবু,রুহুল আমিন,রবিউল,বিল্লাল সহ স্থানীয় অনেক নেততৃবৃন্দ।উল্লেখ্য যে, এর আগেও গত ডিসেম্বর মাসেও নিজ দলের উপজেলা সাধারন সম্পাদক এ্যাডভোকেট হাবিবুর রহমান জাপা প্রার্থী এম এ হালিমের পক্ষে নির্বাচনে সহযোগীতা না করে অন্য দলের পক্ষে কাজ করায় নিরুপায় হয়ে সংবাদ সম্মেলন করেছিলেন।। তাছাড়া এ আসনে বর্তমানে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী স্বপন ভট্টাচার্য্য, স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের এসএম ইয়াকুব আলী, সোনালী আঁশপ্রতীকের মেজর মোস্তফা বনি (অবঃ) ও মিনার মার্কারপ্রতীকের নুরুল্লাহ নির্বাচনে আছেন। এদের মধ্যে নৌকা ও ঈগল মার্কার মধ্যে মূলত নির্বাচনী লড়াই হবে বলে জনমনে মত প্রকাশ করছেন আবার অনেকে ধারনা করছেন সোনালী আঁশের প্রার্থী অবঃ সেনা কর্মকর্তা হওয়ায় তারও জনসমার্থন কম নয়।
তালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছার আগড়ঘাটায় উদ্ধার
কাজী লিয়াকত হোসেন,তালা : সাতক্ষীরার তালা উপজেলার কপোতাক্ষ নদ পারাপারের সময় নদীতে পড়ে নিখোঁজ হওয়া রবিউল ইসলাম (৫০)-এর মরদেহ উদ্ধার হয়েছে। রোববার সকালে খুলনার...
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় দোয়া অনুষ্ঠানে ড. লায়ন ফরিদুল ইসলাম— বিএনপি...
মোংলা প্রতিনিধি : মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী বলেছেন, লায়ন ড. ফরিদুল ইসলাম বিএনপির পক্ষ থেকে জাতীয়...
নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে চৌগাছায় পুলিশের কঠোর নিরাপত্তা ও চেকিং
চৌগাছা পৌর প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের চৌগাছা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও তল্লাশি কার্যক্রম...
ঝিনাইদহে মাটি খুঁড়তে গিয়ে দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িয়ালা গ্রামে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত অবস্থায় দুইটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা...
যশোরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে জেলা প্রশাসকের...















