বন্দবিলায় আ.লীগ নেতার কবর জিয়ারত করলেন বাবুল

0
165
খাজুরা (যশোর) প্রতিনিধি: বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সিনিয়র সহসভাপতি ও বন্দবিলা ইউনিয়নের সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের কবর জিয়ারত করেছেন যশোর-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুল। গতকাল বিকেলে বন্দবিলা ইউনিয়নের ধান্যপুড়ায় দলীয় নেতাকর্মীদের নিয়ে কবর জিয়ারত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ, জহুরপুর  ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ পাটোয়ারী, রায়পুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন, জহুরপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু, সাবেক চেয়ারম্যান দীলু পাটোয়ারী, কেন্দ্রীয় যুবলীগ নেতা আব্দুল্লাহ রানা, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের কনিষ্ঠ পুত্র যুবনেতা মাসুম রেজা খান, বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শাহজালাল প্রমুখ। এর আগে বাদ জুম্মা জহুরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেনের জানাজায় অংশ নেন, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here