বাঘারপাড়ায় কর্মী সমাবেশে রণজিৎ রায় এমপি – আমাদের ভুল করলে চলবেনা, নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে

0
168
স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) : যশোর -৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুলকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করার আহবান জানিয়েছেন সংসদ সদস্য রণজিৎ কুমার রায়।
বৃহস্পতিবার যশোরের বাঘারপাড়ায় এক কর্মী সমাবেশে এ আহবান জানান তিনি।
তিনি বলেন, ‘আমি বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে রাজনৈতি করি। শেখ হাসিনার প্রতি আমার আস্থা আছে। সেকারণে আমি স্বতন্ত্র নির্বাচন করতে পারিনা। আমি এর আগে পত্রিকায় বিবৃতি দিয়েছি। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে বলছি ‘আমি নির্বাচন থেকে সরে গিয়েছি। আগামী ৭ তারিখে এনামুল হক বাবুলকে নৌকা প্রতীকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করবেন’।
এর আগে গত ২ জানুয়ারি গণমাধ্যমে দেওয়া এক বিবৃতির মাধ্যমে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন রণজিৎ কুমার রায়।
এদিন বেলা ১২ টায় মহিলা কলেজে অনুষ্ঠিত ওই কর্মী সমাবেশে রনজিত রায়ের অনুসারীরাই উপস্থিত ছিলেন।
কর্মী সমাবেশে সংসদ সদস্য রণজিৎ কুমার রায় বলেন,’ একটি গোষ্ঠী প্রমান করতে চেয়েছিল বাবুল ফারাজী  (এনামুল হক বাবুল) ঋণ খেলাপি।
এই ঋণ খেলাপির কারণেই যদি বাবুল ফারাজীর মনোনয়নপত্র অবৈধ হয়, তাহলে দ্বিতীয় কোন পক্ষ যাতে সুবিধা না নিতে পারে, সেই কারণেই আমি একটা মনোনয়নপত্র সংগ্রহ করে রেখেছিলাম’।
রনজিত রায় বলেন,’ ভোট করার জন্য আমার ওপর চাপ ছিলো। কিন্তু আমি নৌকার বিরুদ্ধে ভোট চাইবো, এটি আমার বিবেকে বাধে। আমি ও আমার পরিবার মনে প্রাণে আওয়ামীলীগ করি। সংগঠনের জন্য আমি যা করেছি তার চেয়ে  সংগঠন এবং সংগঠনের কর্মীরা আমাকে অনেক বেশি দিয়েছে। তাই আমি আওয়ামীলীগের প্রতি, জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ।
তিনি বলেন, ‘নৌকা আমাদের প্রাণের প্রতীক, সেই নৌকার বিজয় আগামী ৭ জানুয়ারি বাঘারপাড়ার মাটিতে নিশ্চিত করতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি -যশোর -৪ আসনটি আওয়ামীলীগের। এটি সরকার প্রধান ও আমাদের নেত্রী শেখ হাসিনা জানেন। সুতরাং আমাদের ভুল করলে চলবেনা। কোনক্রমেই যশোর -৪ আসন যেন অন্যের হাতে চলে না যায়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা আজগর আলী, উপজেলা যুবলীগের আহবায়ক রাজিব রায়, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সুভাষ দেবনাথ অভিরাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মিজানুর রহমান, সাবেক দপ্তর সম্পাদক শচীন্দ্র নাথ বিশ্বাস, সাবেক সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান, দোহাকুলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ছরোয়ার, জামদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিখিল কুমার আঢ্য, সাবেক পৌর মেয়র খলিলুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুলাই ও কামরুজ্জামান লিটন, যুবলীগ নেতা আব্দুল আউয়াল, তরিকুল ইসলাম, উপজেলা যুব মহিলালীগের আহবায়ক সালমা খাতুন, যুগ্ম আহবায়ক রনি ভৌমিকসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here