বাঘারপাড়ায় ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে ২ দিনব্যাপী রিফ্রেসার প্রশিক্ষণ শুরু 

0
139
আজম খান, বাঘারপাড়া (যশোর)  : যশোরের বাঘারপাড়ায় ওয়েভ ফাউন্ডেশন, বাংলাদেশ এর আয়োজনে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের নিয়ে মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক ২ দিনব্যাপী রিফ্রেসার প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার ৯ জানুয়ারি  সকালে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। আজ বুধবার প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে।
বাঘারপাড়া প্রেসক্লাব হল রুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা এডভোকেসি নেটওয়ার্কের সভাপতি সূর্য বিশ্বাস সভার সভাপতিত্বে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ডিভিশনাল ফ্যাসিলিটেটর খালিদ হাসান, ডিভিশনাল এ্যাসেসটেন্ট ফ্যাসিলিটেটর আহসান উল্লাহ, বক্তব্য রাখেন , উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক ইকরামুল কবির মিঠু , ইউপি সদস্য আমেনা বেগম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here