শীতে যবুথবু বাঘারপাড়ার মানুষ, গরম কাপড় কিনতে ফুটপাতে ভিড়

0
204

নূর হাসান লাল্টু বাঘারপাড়া : তীব্র শীতের সাথে হিমেল বাতাসে যবুথবু বাঘারপাড়ার মানুষ। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা পড়েছে মহাবিপদে। বেশ কয়েক দিন ধরে তীব্র শীতে যবুথবু হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ। বেলা ১টার আগে সূর্যের দেখা মিলছেনা। ফলে কৃষক শ্রমিক খেটে খাওয়া দিনমজুররা পেটের দায়ে কড়া শীত উপেক্ষা করে বেরিয়ে পড়ছে কাজের সন্ধানে। অনেকে শীতের কারণে বাইরে বের হতে পারছেনা। এদিকে, প্রচন্ড ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ছে অনেকে, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা জ্বর ঠান্ডা রোগে আক্রান্ত হচ্ছে। অন্যদিকে, নিম্নবিত্ত সাধারন মানুষ শীত নিবারনের জন্য ছুটছে ফুটপাতের গরম কাপড়ের দোকানে। তাই গরীবের শীতবস্ত্রের দোকানে ভিড় করছে সাধারনেরা। হাড়কাঁপানো শীতে বাজারঘাটে, মাঠে প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেনা। একে-তো শীত তার উপর ঠান্ডা বাতাসে ব্যহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। বড়লোকদের যেন শীত স্পর্শ করতে পারছেনা। তারা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না, আবার বাইরে বের হলেও দামি গরম কাপড়ে ঢাকা তাদের শরীর। শীত তাদের স্পর্শ করতে পারছেনা। যতই শীত ঠান্ডা হোকনা কেন বেশি অসুবিধায় পড়তে হচ্ছে কৃষক শ্রমিক খেটে খাওয়া দিনমজুর ও সরকারি চাকুরীজীবিদের, সময়মতো তাদের কর্মস্হলে পৌঁছাতে হচ্ছে। বাঘারপাড়া এলাকায় রাতের বেলা ঝর ঝর বৃষ্টিরমতো শিশির পড়ছে। সাথে ঘন কুয়াশা, সেই কুয়াশা বেলা প্রায় একটা পর্যন্ত স্হায়ী হচ্ছে। রোদের দেখা মিলছে প্রায় একটার দিকে, কোন কোন দিন আরও পরে রোদ উঠছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here