লোহাগড়ায় সরকারি জমি থেকে গাছ কেটে নিলো দূর্বৃত্তরা

0
167
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় সরকারি জমি থেকে গাছ কেটে নিলো দূর্বৃত্তরা। কর্তনকৃত গাছের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। অভিযোগের ভিত্তিতে জানা গেছে,নড়াইলের লোহাগড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের মশাগুনী ১/১ খতিয়ানভুক্ত ৫নং  দাগের সরকারি জমি থেকে পার্শ্ববর্তী রামপুর গ্রামের  মরহুম সাহিদুর রহমানের ছেলে খালেদুর রহমান টিটো ও  মেয়ে মলি বেগমের নেতৃত্বে একদল দূর্বৃত্ত ওই জমি থেকে গত ৭ ও ৮ জানুয়ারি দুদিন ধরে মেহগনি পোয়া, সীলকড়াই ও শুপারিসহ অন্যান্য বনজ বৃক্ষ কেটে নিয়ে গেছে। এলাকাবাসী মৌখিক অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরিন জাহানের নির্দেশে গত মঙ্গলবার লক্ষীপাশা ইউনিয়ন  সহকারী ভূমি  কর্মকর্তা আফিল উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কর্তনকৃত গাছের কিছু অংশ জব্দ করেন। কিন্তু ওই কর্মকর্তা ঘটনাস্হলে যাওয়ার পূর্বেই দুর্বৃত্তরা কর্তনকৃত গাছ অন্যত্র সরিয়ে নিয়ে গেছে বলে এলাকাবাসীর অভিযোগ।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরিন জাহান বলেন, গাছ কাটার ঘটনায় জড়িতদের সতর্ক করা হয়েছে। পরবর্তীতে অভিযুক্তরা সরকারি জমি থেকে গাছ কাটলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে কথা হলে তারা গাছ কাটার বিষয়ে কোন সদুত্তর দিতে পারে নাই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here