শালিখায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
195

সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি : ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দীর্ঘ নয় মাস সশস্ত্র ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হলেও ঐতিহাসিক ১০ জানুয়ারি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের বিজয় পূর্ণতা লাভ করে। দীর্ঘ ৯মাস ১৪দিন পাকিস্তানের কারাগারে বন্দী জীবন শেষে ১৯৭২ সালের এই দিনে জাতির পিতা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মাটিতে পা রাখেন। এ উপলক্ষে মাগুরার শালিখা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে, ১০ জানুয়ারি (বুধবার) বিকাল ৪টায় শালিখা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শ্যামল কুমার দে এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এ্যাড কামাল হোসেন চেয়ারম্যান শালিখা উপজেলা পরিষদ, মোঃ ইলিয়াস হোসেন সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগ, মোঃ রেজাউল ইসলাম ভাইস চেয়ারম্যান শালিখা উপজেলা পরিষদ ও সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, জেসমিন আক্তার শাবানা মহিলা ভাইস চেয়ারম্যান শালিখা উপজেলা পরিষদ, মোঃ আরজ আলী বিশ্বাস  ইউপি চেয়ারম্যান আড়পাড়া, দেবব্রত দে দপ্তর সম্পাদক উপজেলা আওয়ামীলীগ, এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here