চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছা রিপোর্টার্স দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২০ জানুয়ারী ২০২৪ শনিবার অনুষ্ঠিত হবে। কাবের কার্য নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়। শুক্রবার বিকেলে কাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রিপোর্টার্স কাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনা করেন রিপোর্টার্স কাবের সাবেক সভাপতি ও বর্তমান প্রেসকাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক শাহানুর আলম উজ্জ্বল, রিপোর্টার্স কাবের সিনিয়র সহ সভাপতি খলিলুর রহমান জুয়েল, সহ সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, সুজন দেওয়ান, সেঁজুতি নূর, বাবলুর রহমান, ইমাম হোসেন সাগর, মহিদুল ইসলাম, আব্দুল গনি প্রমুখ।
রিপোর্টার্স কাবের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনে সভায় সিদ্ধান্ত হয়। সেনুযায়ী আগামী ২০ জানুয়ারী শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া কাবের সংবিধান মোতাবেক বেশ কিছু নতুন সিদ্ধান্ত গ্রহন করেন সাংবাদিক নেতৃবৃন্দ।















