নড়াইলে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

0
188
উজ্জ্বল রায়, নড়াইল থেকে : নড়াইলের লোহাগড়ায় পুলিশের অভিযানে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে দুটি এনআই এক্টের মামলায় ছয় মাস করে মোট এক বছর বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামী মিজান শিকদারকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। আসামি মিজান শিকদার নড়াইল জেলার লোহাগড়া থানার ইতনা বাজার (বাকপাড়া) সাকিনের লুৎফর শিকদারের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায়ের তত্ত্বাবধানে এসআই (নিঃ) কাজী বাবুল হোসেন ও এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাতে লোহাগড়া থানাধীন ইতনা বাজার থেকে তাকে গ্রেফতার করে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট  তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here