মনিরামপুর উপজেলাতে বেপরোয়া হয়ে উঠেছে গরু চোর

0
253

জাহিদ,ভ্রাম্যমান প্রতিনিধি : যশোর মনিরামপুর উপজেলার বেপরোয়া হয়ে উঠেছে গরু চোরেরা।উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের ৩নং ওয়ার্ডেে ৭নল বাজারের পূর্ব পাশে সরদার পাড়ায় ১।আলমগীর হোসেন পিতা-ইছহাক ২।জাকির হোসেন পিতা-বারিক সর্দার ৩।রবিউল ইসলাম পিতা-মৃত-আকবর এর বাড়িতে ১৩ তারিখ রাত আনুমানিক ২টার সময় গরু চোর এসে হানা দিয়ে আলমগীরদের বাড়ির গোয়ালঘরের তালা ভেংগে ৩টি গরু, রবিউলদের বাড়ির ২টি গরু,জাকিরদের বাড়ির ১টি গরু বের করে নিয়ে যায় কিন্তু হঠাৎ এলাকা বাসী গরু চুরির ঘটনা জানতে পারায় চোর চক্রটি গরু ছেড়ে পালিয়ে যায়,অনেক খোজাখুজির পরে রাতের অন্ধকারে ৪টি গরু পানি ভর্তি খাদে পড়ে যায় স্হানীয় লোকজনের সহযোগিতায় প্রায় মৃত গরু গুলি খাদ থেকে উঠানোর পরে আগুন জালিয়ে গরুর গায়ে তাপ দিয়ে অসুস্হ গরু গুলিকে স্বাভাবিক অবস্হায় ফিরিয়ে আনা হয়।আর একটি গভন গরু সারারত খুজে পাওয়া যায় নি পরবর্তীতে সকাল ৭টার দিকে একই গ্রামের কামাল হোসেনের বাড়ির পাশে গভন গরুটি গর্তের ভিতরে পড়ে গভন গরুর বাচ্চা ডেলিভারী হয়ে গাভী এবং বাছুরটি মারা যায়।এ ঘটনা দেখে এলাকাবাসী হৃদয় বিদারক একটি ঘটনা বলে আখ্যায়িত করেছেন। স্হানীয় সুত্রে জানা যায় রাতের বেলায় যেসব সড়কে আলো থাকে না কিংবা অনেকটা নির্জন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা বেশি উন্নত বিশেষ করে সে সব এলাকায় চুরির ঘটনা বেশি ঘটছে। ক্ষতিগ্রস্ত একাধিক ব্যক্তি জানান, গরুর ঘরে তালা ভেংগে রশি কেটে গাড়িতে তুলে নেয়ার চেষ্টা করেছিলো। গরু চোরেরা ধরা ছোয়ার বাহিরে থাকে এ কারনে পুলিশ কাউকে  আটক করতে পারে না। যে কারণে সহজে পার পেয়ে যায় সংঘবদ্ধ চোরের দল। ভূক্তভোগীরা ১৩/১/২০২৪ তারিখে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, থানায় গরু চুরির ব্যাপারে অভিযোগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্হা করে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here