অনূর্ধ্ব-১৪ যশোর জেলা ক্রিকেট টিমের জয় উৎযাপন

0
194

ক্রীড়া প্রতিবেদক : সোমবার সন্ধায় কেক কেটে জয় উৎযাপন করে যশোর জেলা ক্রীড়া সংস্থার হাতে ট্রফি হস্তান্তর করেছে অনূর্ধ্ব-১৪ যশোর জেলা ক্রিকেট টিম। ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ ক্রিকেট প্রতিযোগিতায় খুলনা বিভাগীয় অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে এই ট্রফি ছিনিয়ে আনে দলটি। এর আগে চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে যশোর জেলা দল ৮৬ রানের বড় ব্যবধানে খুলনা জেলা দলকে পরাজিত করে এ জয় অর্জন করে। ইতমধ্যে তারা যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। যশোর জেলা ক্রীড়া সংস্থার অফিসে ট্রফি হস্তান্তরও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির। সংস্থার কোষাধ্যক্ষ ও ক্রিকেট পরিষদের সম্পাদক সোহেল মাসুদ হাসান টিটো, খায়েরুজ্জামান বাবুসহ অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ ক্রিকেটরা, টিম ম্যানেজমেন্টসহ সকল খেলোয়াড় ও অবিভাবকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here