বঙ্গবন্ধুর সমাধিতে নবনির্বাচিত এমপি ইয়াকুব আলীর শ্রদ্ধা

0
156

মণিরামপুর প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন যশোর—৫ (মণিরামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী। মঙ্গলবার দুপুরে তিনি বীরমুক্তিযোদ্ধাসহ দলীয় নেতাকমীর্দের সাথে নিয়ে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।পরে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের আত্মার শান্তি কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন এমপি এস এম ইয়াকুব আলী।এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদ, আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেন, হাসেম আলী, গৌর কুমার ঘোষ, বীরমুক্তযোদ্ধা আব্দুল জব্বার, ঝাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক মন্টু, নেহালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম ফারুক হুসাইন, কাশিমনগর ইউনিয়নের চেয়ারম্যান তৌহিদুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, কাউন্সিলর আদম আলী, কুদ্দুস আলী, যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক মাজেদা খাতুন, স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাহবুবুর রহমানসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ। উল্লেখ্য, ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী ঈগল প্রতীক নিয়ে ৭৭ হাজার ৪’শ ৬৮ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম আওয়ামী লীগের প্রার্থী স্বপন ভট্টাচার্য্য নৌকা প্রতীক নিয়ে ৭২ হাজার ৩’শ ৩২ ভোট পান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here