ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শণ

0
295
মেহেদী হাসান বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টায় বিদ্যালয় পরিদর্শণকালে উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, প্রকৌশলী জুলফিকার আলী, বেতাগা ট্রেডার্সের পরিচালক ঠিকাদার আনন্দ কুমার দাশ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কুমার রায় সহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এক তলা বিশিষ্ট ভবনটি সম্প্রসারিত করে তিন তলা বিশিষ্ট করা হবে। দোতলা ও তিন তলা ভবনটি নির্মাণ করতে ব্যয় হবে ১ কোটি ২৪ লাখ টাকা। এদিন উপজেলা পরিষদ চেয়ারম্যান সহ অন্যান্যরা ওই ভবনটি পরিদর্শণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here