অভয়নগরে মৃত আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে এমপি বাবুল

0
138

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে সিদ্ধিপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি শামসুর রহমান মল্লিক (৭৫) ইন্তেকাল করেছেন। বার্ধক্যজনিত রোগে শুক্রবার (১৯ জানুয়ারি) ভোর রাতে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি।
আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে শুক্রবার সকালে মরহুমকে এক নজর দেখতে ও তার পরিবারের সদ্যসদের শান্তনা দিতে ছুটে যান যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান খান এ কামাল হাচান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান, স্থানীয় ইউপি সদস্যগণ, মরহুমের পরিবারবর্গসহ এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here