কাল যশোরের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

0
234

নিজস্ব প্রতিবেদক: যশোরের কিছু এলাকায় আগামীকাল শনিবার (২০ জানুয়ারি) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজ করার কারণে বন্ধ রাখা হবে বিদ্যুৎ সরবরাহ।ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) যশোরের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী জি এম মাহমুদ প্রধান বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা উল্লেখ করেছেন। এতে বলা হয়, খয়েরতলা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন যশোর ক্যান্টনম্যান্ট, আরবপুর, কাজীপাড়া, পুরাতন কসবা, কদমতলা, নওদাগ্রাম, পাগলাদাহ, খয়েরতলা বাজার, গাজীরঘাট রোড, ঢাকা রোড, ও দড়াটানা এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ সরবরাহ বন্ধে সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here