অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে নওয়াপাড়া পীরবাড়ি মাজার জেয়ারতে শরীক হন খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। শুক্রবার (১৯ জানুয়ারী) সকাল ১১ টায় উপজেলার নওয়াপাড়া পীরবাড়ির মোহাম্মদ আলী শাহ্্ ইরানী (রহ) এর মাজারে যান এবং পীর সাহেবের সাথে মাজার জিয়ারতে শরীক হন ।
এসময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া পীর কেবলা ও নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা খাজা রফিকুজ্জামান শাহ্ (দাঃবাঃ), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাা সম্পাদক শাহ্ আব্দুল মুকিত জিলানী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মতলেব সরদার, সাধারণ সম্পাদক সুনীল দাসসহ নেতৃবৃন্দ।
ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ শুক্রবার সকালে নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা এলাকায় এসে পৌছালে এলাকার সামাজিক ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।















