অভয়নগরে দিলরুবা পারভেজের কম্বল বিতরণ

0
162
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজের সহধর্মিণী দিলরুবা পারভেজ গরীব দুঃখী ও অসহায় মানুষের মাঝে উপহার হিসাবে কম্বল বিতরণ করেছেন। গতকাল শনিবার বিকালে উপজেলার সরকারী হাসাপাতাল সংলগ্ন বাসভবনে এ কম্বল বিতরণ করা হয়। তীব্র শীতে কম্বল উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সাধারণ মানুষ। আয়শা বেগম নামের একজন হতদরিদ্র মহিলা জানান, আমরা ভেবেছিলাম নির্বাচনের পরে আর কোন অনুদান পাব না কিন্তু আজ আমাদের সে ভাবনা ভেঙ্গে দিয়েছেন দিলরুবা ভাবি। তিনি শত শত মানুষকে কম্বল বিতরণ করছেন। এ ব্যাপারে জানতে চাইলে দিলরুবা পারভেজ বলেন, গরিব-দুঃখী অসহায় মানুষের জন্য আমাদের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে। এ বছর আমরা কয়েক হাজার মানুষকে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করেছি। এসময় উপস্থিত ছিলেন,  নারী নেত্রী সালমা ইসলাম, শাপলা জিয়া, সৈনিক লীগ নেতা নজরুল ইসলাম, সাদ্দাম হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here