এই দেশটা শুধু আওয়ামী লীগের না আমাদের সকলকে নিয়েই দেশটাকে গড়তে হবে-ভূমি মন্ত্রী

0
169
গাজী আব্দুল কুদ্দুস,ডুমুরিয়া (খুলনা) : ‘এই দেশটা শুধু আওয়ামী লীগের না। আমাদের সকলকে নিয়েই দেশটাকে গড়তে হবে। একটা রাস্তা করলে বা টিউবয়েল বসালে সকলেই তা ব্যবহার করে উপকৃত হয়। জাতীর বিবেক বলে খ্যাত সাংবাদিকদের আবেগ দিয়ে নয়, নিজ-বিবেক অনুসারে সার্বিক অবস্থা বিবেচনায় নিয়েই দায়িত্ব পালনের মাধ্যমে সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।’ ডুমুরিয়া-ফুলতলা থেকে বারবার নির্বাচিত সাংসদ নারায়ণ চন্দ চন্দ বর্তমান সরকারের ভূমিমন্ত্রী নিযুক্ত হওয়ায় গতকাল শনিবার দুপুরে ডুমুরিয়া উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সমিতির সভাপতি সিনিয়র সাংবাদিক কাজি আবদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। আনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডুমুরিয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভির রুমা, ভান্ডারপাড়া ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে, রুদাঘরা ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামান, ওয়ার্কার্স পার্টির উপজেলা সভাপতি শেখ সেলিম আকতার স্বপন, উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা আশরাফ হোসেন, সাবেক জেলা শিক্ষা অফিসার গাজী মোহাম্মদ রফি, যুব সংঘ সভাপতি মোশারফ হোসেন কচি, শহীদ ম্মৃতি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ সহিদুল ইসলাম, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা রহমান, বিশিষ্ট সমাজসেবি আবদুল কাইয়ুম জমাদ্দার, বিশিষ্ট ব্যাবসায়ী আবদুল লতিফ জমাদ্দার ও কৃষ্ণপদ নন্দী। এ অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট সাংবাদিক আনোয়ার হোসেন আকুঞ্জী, আবদুল লতিফ মোড়ল, আরুণ দেবনাথ, এস রফিকুল ইসলাম, গাজী আব্দুল কুদ্দুস প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here