ফকিরহাটে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

0
343
মেহেদী হাসান বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ জাতীয় স্কু, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উপজেলা পর্যায়ে ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় ৪১টি ইভেন্টে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে রোববার (২১ জানুয়ারি) বিকেল ৫টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক মাঠে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) আব্দুল্লাহ ইবনে মাসুম আহম্মেদ, জেলা শিক্ষা কর্মকর্তা এস, এম ছায়েদুর রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুর রহমান। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আছাদুজ্জামানের যৌথ পরিচালনায় এসময় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, মো. ইউনুস আলী শেখ, মো. ফারুকুল ইসলাম ওমর, সরদার আমিনুর রশিদ মুক্তি সহ বিভিন্ন জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here