এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি: (২৫ জানুয়ারি) অমিত্রার ছন্দের প্রবক্তা যুগস্রষ্টা আধুনিক বাংলা সাহিত্যের মহানায়ক মহাকবি মাইকেল মধূসূদন দত্তের ২০০ তম জন্মদিন। স্বনামখ্যাত ঐতিহ্যবাহী যশোর জেলার কেশবপুর উপজেলার কপোতা নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে ১৮২৪ খ্রিষ্টাব্দের ২৫ জানুয়ারি জন্ম গ্রহন করেছিলেন বাংলা সাহিত্যের মহাপুরুষ, অমিত্রার ছন্দের প্রবর্তক আধুনিক বাংলা কাব্যের রূপকার মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। সাগরদাঁড়ি গ্রামের জমিদার বাবা রাজনারায়ন দত্ত ও মাতা জাহ্নবী দেবীর কোল আলোকিত করে বাঙ্গালীর প্রিয় এ কবি জন্ম গ্রহণ করেন। শৈশবে নিজ গ্রামের মাওলানা লুৎফর রহমানের কাছে শিশু মধুসূদন শিা জীবন শুরু করেন। প্রাথমিক শিা তার মা জাহ্নবী দেবীর কাছ থেকেই শুরু করেছিলেন। মধুসূদন হিন্দুধর্ম ত্যাগ করে খ্রিষ্টান ধর্ম গ্রহন করেন। তিনি ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতার একটি হাসপাতালে মাত্র ৪৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর রচিত নাটক শর্মিষ্ঠা, একেই কি বলে সভ্যতা, বুড় সালিকের ঘাড়ে রোঁ, পদ্মবতী, কৃষ্ণকুমারী, মায়া-কানন, কাব্য তিলোত্তমাসম্ভব, মেঘনাদবদ ১ম খন্ড (মহাকাব্য), মেঘনাদবদ্য, ২য় খন্ড, ব্রজাঙ্গনা, বীরাঙ্গনা (পত্রকাব্য), চতুর্দ্দশপদী কবিতাবলি উল্লেখ যোগ্য।
মহাকবির জন্মবার্ষিকী উপলে ১৯ জানুয়ারি থেকে সাগরদাঁড়িতে বসেছে ৯ দিনব্যাপী মধুমেলা। এ মধুমেলা আগামী ২৭ জানুয়ারি শেষ হবে।















