তরিকুল ইসলামঃ শুক্রবার ২৬জানুয়ারি সকাল ১১সময় পবিত্র কুরআন তেলাওয়াত মাধ্যমে শুরু হয়,
দুর্দান্ত ২০০১ এসএসসি ব্যাচের। সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। স্থানঃ এফপিএবি কনফারেন্স হল, উপশহর, যশোর। সমবায় সমিতির, আয় ভাই হিসাব
নিয়ে আলোচনা হয়।সমিতির সদস্য সংখ্যা মোট ৬০জন। প্রথমে ১০০ টাকা করে শুরু হয়, এখন ১০০০ টাকা করে মাসিক চাঁদা দিতে হয়। ২০০১ সালের ব্যাচ বন্ধু দের সাথে আরো সম্পর্ক ভালো থাকে এই নিয়ে আলোচনা হয়।















