ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া (খুলনা) : ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। জীবে দয়া করে যেজন, সেজন সেবিকের ঈশ্বর। লেখাপড়া শিখে পরিবারের ইচ্ছায় শিক্ষক হয়েছি পাশাপাশি মানুষের সেবার মনোভাব নিয়ে রাজনীতি করেছি। ৫বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নমুলক কাজ করেছি। এলাকায় নেই কোন সন্ত্রাস চাঁদাবাজ। আর্দশ নিয়ে চলেছি বলে মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। জীবনের চাওয়া পাওয়ার কিছু নেই। দেশকে কিছু দিয়ে যেতে চাই। ভূমি সেবা থেকে অনিয়ন দুর্নীর্তি মুক্ত করে মানুষের সেবায় পরিনত করতে চাই।
ভূমি মন্ত্রণালয়সহ দপ্তর গুলো দূনীতিতে জিরো টলারেন্স ঘোষনা করছি। দেশের স্বাধীনতার জন্য মানুষ জীবন আত্ম উৎসর্গ করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবে রুপ দিয়েছেন। সোনার বাংলাকে আগামী দিনের স্বপ্ন সারথি পথ উজ্জল করতে সকলকে এক যোগে কাজ করার আহবান জানান। গতকাল শনিবার বিকেলে ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অথিতি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউপি চেয়ারম্যান সুরজিৎ বৈধ্য’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু সাঈদ সরদার, আওয়ামীলীগ নেতা মোল্যা সোহেল রানা, উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, কৃষক লীগের সভাপতি অরিন্দম মল্লিক, ইউপি সদস্য দেবব্রত সরদার, সাধন সরদার, লতিতা সরদার, ছাত্রলীগের সভাপতি খান আবুল বাশার প্রমুখ।















