মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় পাখিভ্যানের চালককে কুপিয়ে জখম করে গাড়ি নিয়ে পালানোর সময় জনতার তাড়া খেয়ে গাড়ি ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার রাত ৯ টার দিকে দামুড়হুদা উপজেলার দৈউলী গ্রামের আব্দুল হাকিমের ছেলে ইব্রাহিম(১৮) তার পাখিভ্যানে ৪ জন যাত্রী নিয়ে পাশ্ববর্তী বিষ্ণুপুর গ্রামে আসার পথে পুড়াপাড়া গ্রামে পৌঁছালে যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা চালক ইব্রাহিমকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ভ্যানটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ইব্রাহিম বাধা দিলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। চালকের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ভ্যানচালককে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুল ইসলাম বলেন, ইব্রাহিম নামে এক যুবককে রক্তাক্ত জখম অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার মাথায় ১০টি সেলাই দেওয়া হয়েছে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে।
দামুড়হুদা মডেল থানার ওসি আলমগীর কবির বলেন, কয়েকজন অজ্ঞাত ব্যক্তি দামুড়হুদা বাসস্ট্যান্ড থেকে একটি পাখিভ্যান ভাড়া করে। পথে চালককে আঘাত করে পাখিভ্যানটি ছিনতাইয়ের চেষ্টা করে। ছিনতাইয়ে ব্যর্থ হয়ে চালককে জখম করে পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে















