এমপি কাজী নাবিল আহমেদ’র পক্ষ থেকে রামনগর ইউপিতে কম্বল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ 

0
239
নাসির উদ্দিন নয়ন কুয়াদা যশোর প্রতিনিধিঃ যশোর সদর ৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ’র পক্ষ থেকে ১১ নং রামনগর ইউনিয়ন পরিষদে শীতার্ত ,গরীব ও অসহায় মানুষের মাঝে উপহার হিসেবে দুইশত পরিবারের মাঝে এই কম্বল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার রামনগর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ এ  কম্বল বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মিজানুর রহমান, সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সমাজসেবক আলতাফ হোসেন, ০১ নংওয়ার্ড ইউপি সদস্য মোর্শেদ মনু খাঁ, ৩ নংওয়ার্ড ইউপি সদস্য রফিকুল ইসলাম, ৪ নংওয়ার্ড ইউপি সদস্য গাজী রিয়াজ উদ্দিন, ৬নংওয়ার্ড ইউপি সদস্য রাশেদ হোসেন, ৭ নংওয়ার্ড ইউপি সদস্য রামপ্রসাদ রায়, ১, ২ ও ৩ নংওয়ার্ড সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মমতাজ বেগম, ৪, ৫ ও ৬ নংওয়ার্ড সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাছরিন সুলতানা, ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান সাগর, ওসামা বিন ইব্রাহিম, সাংবাদিক ও গ্রামপুলিশবৃন্দ। কম্বল বিতরণকালে ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ বলেন, জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে আপনারা আমাদের প্রিয় নেতা যশোর সদর ৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ কে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন বলে আজ যশোরের ১৫ টি ইউনিয়নের জনগনকে উপহার স্বরূপ কিছু কম্বল আমাদের মাধ্যমে আপনাদের কাছে পৌছে দেওয়ার জন্য। আমরা তার প্রতিনিধি হিসেবে তার দেওয়া কম্বল আপনাদের মাঝে হস্তান্তর করছি। বিগত ৭ তারিখের নির্বাচনে আপনার ভোট প্রদান করে তাকে জয়যুক্ত করায় তিনি আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এবং উপহার স্বরূপ এই কম্বল পাঠিয়েছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং আমাদের প্রিয় নেত্রী, জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আগামী দিনেও কাজী নাবিল আহমেদ রামনগর ইউনিয়ন বাসির পক্ষে থাকবেন এবং যতপ্রকার সহযোগিতা আছে সেগুলো করবেন বলে আপনাদেরকে আশ্বস্ত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here