“ওভার ব্রিজের দাবিতে পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন নিষ্ফল” সিঙ্গিয়া রেলস্টেশনে ওভারব্রিজ না থাকায় চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

0
146
Exif_JPEG_420

মিজান রহমান লিটন॥ সিঙ্গিয়া স্টেশন যশোর সদরের বসুন্দিয়ায় যার অবস্থান।
স্টেশনে ওভার ব্রিজ নির্মানের জোর দাবি উঠেছে অত্র একালাসহ আশপাশের সচেতন
মহল থেকে। চলমান রেল লাইন সম্প্রসারণ ও স্টেশনে প্লাটফর্মের উচ্চতা বাড়ানোর
কারণে লাইন পারাপার অসম্ভব হয়ে পড়ায় চরম ভোগান্তিতে কোমলমতি
শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগন। স্টেশনের চারপাশে ৫ শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে
পাঁচ মাস পূর্বে লিখিত আবেদন করা হলেও ফলাফল শুন্য। দীর্ঘ কয়েকমাস রেল লাইনের
অরক্ষিত অবস্থার কারণে ৫ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থী, শতশত
কর্মজীবি ও শিক্ষকদের স্বাভাবিক যাতায়াত ও যোগাযোগ কষ্টসাধ্য এবং চরম
ভোগান্তিতে পরিণত হয়েছে। সার্বিক অবস্থার প্রেক্ষিতে সিঙ্গিয়া রেল স্টেশনে
ওভার ব্রিজ এখন সর্বমহলের একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে।
বাংলাদেশ রেলওয়ের বৃহত্তম কর্ম পরিকল্পনায় বসুন্দিয়া, সদর, অভয়নগর ও বাঘারপাড়ায়
নতুন রেল লাইন স্থাপন ও সম্প্রসারণে অব্যাহত কাজের প্রায় ৭০ভাগ কাজ সমাপ্তির
পথে। সিঙ্গিয়া রেল স্টেশন ভৌগলিক ও বিভিন্ন কারণে সুপরিচিত, গুরুত্বপূর্ণ
একটি স্টেশন। একাধিক সূত্রে জানা যায় সিঙ্গিয়া রেল স্টেশনে তৎকালিন রাষ্ট্র
নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র পদচারনা হয়েছে।
সিঙ্গিয়া রেল স্টেশন এবং রেল লাইনের দক্ষিণে পূর্ব-পশ্চিম দিকে যশোর-খুলনা
মহাসড়ক। রেল ও মহাসড়ক দুইটি দক্ষিণ পাশে অবস্থিত গাইদগাছি ও
বানিয়ারগাতি গ্রাম। যেখানে রয়েছে সিঙ্গিয়া আদর্শ কলেজ, অধ্যায়ণরত ১২০০
ছাত্রছাত্রী, বানিয়ারগাতি মহিলা মডেল দাখিল মাদ্রাসায় অধ্যায়ণরত ৫৫০ জন ছাত্র-
ছাত্রী। বিপরীত দিকে স্টেশনের উত্তর পাশে জঙ্গলবাঁধাল গ্রাম। এগ্রামে রয়েছে
শতবর্ষী জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয়, জঙ্গলবাঁধাল সরকারি প্রাথমিক বিদ্যালয়,
জঙ্গলবাঁধাল মডেল স্কুল। যেখানে অধ্যায়ণ করছে প্রায় ১৭০০জন ছাত্র-ছাত্রী।
জঙ্গলবাঁধাল গ্রামে আরও রয়েছে একটি উপ-স্বাস্থ্য কেন্দ্র, একটি ভূমি অফিস
এবং একটি পোস্ট অফিস। ওভার ব্রিজ না থাকায় সড়কগুলি পূর্ব-পশ্চিমে প্রসারিত
বর্তমানে অরক্ষিত ঝুঁকিপূর্ণ রেল লাইন এড়াতে দুদিকেই প্রায় ২কিলোমিটার
রাস্তা ঘুরে যেতে হচ্ছে এপার-ওপারের দুই হাজার কোমলমতি শিক্ষার্থীদের। যা তাদের
জন্য সময় সাপেক্ষ, ব্যায়বহুল ও কষ্ট-সাধ্য । সাথে সাথে অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন
শ্রেণি-পেশার কর্মজীবি প্রায় সহস্রাধিক মানুষকে এই ভোগান্তির শিকার
হতে হচ্ছে।
এমন দূর্ভোগ থেকে পরিত্রাণ ও কষ্ট লাঘব করতে সিঙ্গিয়া রেল স্টেশনে একটি ওভার
ব্রিজের দাবিতে গত ২০২৩ সালের ৩১ আগস্ট সিঙ্গিয়া আদর্শ কলেজ সহ ৫শিক্ষা
প্রতিষ্ঠানের প্রধানগণের স্বাক্ষর সম্বলিত একটি যৌথ আবেদন ‘পদ্মা ব্রিজ রেল লিংক প্রকল্প ব্যবস্থাপক বরাবর লিখিত আবেদন করেন। কিন্তু প্রায় ৫মাস অতিক্রম হলেও
আবেদনের কোন সুফল পাননি আবেদকবৃন্দ। শিক্ষা প্রতিষ্ঠান প্রধান গণের ওভার
ব্রিজ ও আবেদন বিষয়ে জানতে চাইলে তাঁরা বলেন প্রায় ৫মাস হলেও কিছুই
তাদের জানানো হয়নি বলে হতাশা প্রকাশ করেছেন। প্রিন্সিপ্যাল ও প্রধান
শিক্ষকবৃন্দ বলেন আমরা আমাদের শিশু শিক্ষার্থী ও সন্তানদের নিয়ে দুশ্চিন্তায়
রয়েছি। ওভার ব্রিজটি হলে সকল ছাত্র-ছাত্রীদের চলাচলে ঝুঁকি কমে যেত এবং
জীবনের মূল্যবান সময়ও অপচয় হতনা। ওভার ব্রিজ নির্মানের দাবিতে ইতি মধ্যেই
সর্ব মহলে গুঞ্জন শুরু হয়েছে। সূধী, গুনী, শিক্ষানুরাগী ও সচেতন সাধারণের মধ্যে
ওভার ব্রিজের জোরালো দাবির আভাস পাওয়া যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here