কেশবপুরে সিজারিয়ান নারীর মৃত্যুর ঘটনায় কিনিক বন্ধ

0
187

এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি: কেশবপুরে ক্রিস্টাল ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালে বুধবার রাতে সিজারিয়ান অপারেশনের পর এক নারীর মৃত্যুর ঘটনায় কিনিকটির অপারেশনের থিয়েটার বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপ ওই কিনিকের অপারেশনের থিয়েটার বন্ধ করে দেন। এ ব্যাপারে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহত শ¤পা খাতুন পাশের মণিরামপুর উপজেলার হাসাডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ও নিহতের স্বজনরা জানান, মণিরামপুর উপজেলার হাসাডাঙ্গা গ্রামের প্রসূতি শ¤পা খাতুনকে বুধবার দুপুরে পৌর শহরের ক্রিস্টাল ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালে সিজারের জন্য ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নাজিয়া নওরীন জিসান প্রসূতি শ¤পার সিজার করলে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। সিজারের পর রোগির অবস্থা আশংকাজনক হলে বুধবার রাতে তাকে খুলনা স্থানান্তর করে কিনিক কর্তৃপক্ষ। খুলনা যাওয়ার পথিমধ্যে শ¤পা মারা যান। পারিবারিক সূত্রে জানা গেছে, নবজাতক শিশুটি সুস্থ রয়েছে।
সিজারের পর রোগি মারা যাওয়ার ঘটনায় বৃহ¯পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. আলমগীর এবং হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাক্তার আহসানুল মিজান রুমি ক্রিস্টাল ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতাল পরিদর্শন করে কিনিকের অপারেশন থিয়েটার বন্ধ করে দেন।
কিনিকের ম্যানেজার শফিকুর রহমান মিলন জানান, অপারেশনের পর রোগির প্রেসার বেড়ে গিয়ে খিচুনি শুরু হয়। এরপর রোগির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা রেফার করা হয়। পরবর্তীতে রোগি মারা যায়।
ডাক্তার নাজিয়া নওরীন জিসানকে তার ব্যবহৃত মোবাইলে একাধিকবার ফোন করলেও রিসিভ করেনি।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মো. আলমগীর বলেন, সিজারের পর রোগি মারা যাওয়ার ঘটনায় ওই কিনিকের অপারেশন থিয়েটার বন্ধ করে দেওয়া হয়েছে। হাসপাতালের গাইনী ডাক্তার আয়েশা আক্তারকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here