যশোরে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার চুরি করে পালাতে গিয়ে যুবক আটক 

0
202

যশোর অফিস : যশোর-মণিরামপুর সড়কের কানাইতলায় ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর চেষ্টাকালে দুই দুর্বৃত্তকে হাতেনাতে আটক করা হয়েছে। আটকরা হলেন, সদর উপজেলার বলরামপুর পশ্চিমপাড়ার বাবু হোসেন ও আবাদ কচুয়া গ্রামের হাফিজুর রহমান ।  পরে তাদেরকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে।পুলিশ জানায়, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ গ্রামের মোহাম্মদ মামুন গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বাগেরহাটের মোংলা থেকে ট্রাকে ৫৫১টি গ্যাস সিলিন্ডার নিয়ে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা হন। রাত ১২টার দিকে যশোর-মণিরামপুর সড়কের কানাইতলায় পৌঁছালে চালক মামুন ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৩-৫৩৩৭) সেখানে থামিয়ে পাশে গাজী হোটেলে খেতে যান। খাওয়া দাওয়া শেষে রাত সাড়ে ১২টার দিকে হোটেল থেকে ফিরে এসে তিনি দেখতে পান যে, কয়েকজন চোর ট্রাকের পেছন থেকে গ্যাস সিলিন্ডার নামিয়ে একটি ইজিবাইকে তুলছে। সাথে সাথে তিনি চিৎকার দিলে চোরদের একজন ১টি খালি সিলিন্ডার নিয়ে চলন্ত একটি ইজিবাইকে উঠে পালিয়ে যায়। এরই মধ্যে আশেপাশের লোকজন ছুটে এসে উল্লিখিত দুই চোরকে দ্ইুটি সিলিন্ডার এবং তাদের একটি ইজিবাইকসহ হাতেনাতে আটক করেন। এদিকে,  এ ঘটনায় আটক দুই জন এবং তাদের পলাতক সঙ্গী আবাদ কচুয়া গ্রামের মৃত সিরাজ গাজীর ছেলে রনি গাজীকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেছেন ট্রাকচালক মামুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here