রূপদিয়া শিক্ষার্থী বহনকারী ভ্যানকে রক্ষা করতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে ভারতীয় নাগরিকসহ আহত-২৫

0
164

রাসেল মাহমুদ : শিক্ষার্থী বহনকারী ভ্যান কে বাঁচাতে গিয়ে ছাত্রীবাহী বাস খাদে পড়ে আহত হয়েছেন অন্তত ২৫ জন নারী-পুরুষ। এর মধ্যে পাঁচ থেকে সাত জন রয়েছে ভারতীয় নাগরিক। ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারের পূর্বপাশে এশিয়ান মার্বেল ইন্ডাস্ট্রির সামনে যশোর-খুলনা মহাসড়কে ৫ ফেব্রয়ারী সকাল সাড়ে ৮টা নাগাদ দুর্ঘটনায় পতিত হন ঢাকা মেট্রো ব-১৪-৬৬৩৬ নাম্বারধারী রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস। জানাযায়, পরিবহণ’টি গোপালগঞ্জ থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে রূপদিয়া অঞ্চলের এশিয়ান মার্বেল ইন্ডাঃ লিঃ সামনে পৌঁছালে স্কুল শিক্ষার্থী বহনকারী একটি ভ্যান কোনো কিছু না দেখে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের রাস্তা হয়ে সরাসরি যশোর-খুলনা মহাসড়কের উপর উঠে যায়। এসময় যাত্রীবাহী বাস’টি উপায় অন্তর না দেখে বাম দিয়ে বের হয়ে যেতে চাইলে নিয়ন্ত্রণ হরিয়ে সড়কের পাশে প্রায় ৬-৭ ফিট গভীর খাদে কাত হয়ে পড়ে যায়। এসময় বাসটিতে থাকা ৪০ জন যাত্রী অবস্থান করছিল বলে জানান হেলপার। এঘটনায় প্রায় সকলেই কমবেশী আহত হয়। স্থানীয়রা ভিতরে আটকে পড়া ২৫-৩০ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন চিকিৎসা কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এসময় মহাসড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হলে স্থানীয় পুলিশের তাৎক্ষণিক সহায়তার যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here