দামুড়হুদা সীমান্তের ওপারে প্রীতি ফুটবল ম্যাচে বিএসএফকে হারিয়ে  বিজিবি চ্যাম্পিয়ন

0
211
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা ৬ বি‌জি‌বি ও ভা‌রতের প‌শ্চিমব‌ঙ্গের নদীয়া জেলার ৮৪ বিএসএফের ম‌ধ্যে অনু‌ষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে বি‌জি‌বি জয়লাভ ক‌রে‌ছে।
চুয়াডাঙ্গা ৬ বি‌জি‌বি অ‌ধিনায়ক সোমবার রাত সা‌ড়ে ৯টায় এক প্রেস বিজ্ঞ‌প্তি‌তে জানান, সোমবার বি‌কেল ৪টা হতে সা‌ড়ে ৫টা পর্যন্ত (বাংলাদেশ সময়) চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনস্থ ঝাঁঝাঁডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১২১ হতে ৮০০ গজ ভারতের অভ্যন্তরে প্রতিপক্ষ ৮৪ বিএসএফ ব্যাটালিয়নের বিলাসীপাড়া ক্যাম্পের মাঠে বিজিবি-বিএসএফ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রীতি ফুটবল ম্যাচে  ভার‌তের ৮৪ বিএসএফ কে হারিয়ে বাংলাদেশ বিজিবি চুয়াডাঙ্গা জয় লাভ করে। উক্ত প্রতিযোগিতায় বিজিবি’র পক্ষে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল এমারাত হোসেন, পিবিজিএম এবং বিএসএফ এর পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল শাহ অ‌নিল কুমার সিনহাসহ বিজিবি-বিএসএফ এর বি‌ভিন্ন পর্যা‌য়ের কর্মকর্তারাসহ উভয় দেশের খেলোয়াড় ও অন্যান্য সৈনিকবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here