ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া (খুলনা) : খুলনার ডুমুরিয়ায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের আয়োজনে চুকনগর ডিগ্রী কলেজ ও শেখ মাহাদী মোহাম্মদ পাবলিক লাইব্রেরি সহযোগিতায় কলেজ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুকনগর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম ব্রাউন।সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা অতিরিক্ত প্রশাসক (এলএ) আতিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সেবা) সুশান্ত সরকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ আহসানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) এস এম আশিষ মোমতাজ, জাতীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত কুমার সাহা। স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান। সভা সঞ্চালনা করেন শেখ মাহাদী মোহাম্মদ পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাডঃ শেখ অলিউর রহমান। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মহিউদ্দিন, অধ্যাপক আব্দুল হাফিজ মাহমুদ, শিক্ষার্থী মিতু পাল প্রমুখ।