কেশপুরে ৫ পিঠা মাকে সম্বর্ধিতসহ পিঠা উৎসব

0
245

এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি: কেশবপুরে ৫ পিঠা মাকে সম্বর্ধিতসহ কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের
মধ্য দিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় শহরের রক্তকরবী উন্মুক্ত মঞ্চে ওই
পিঠা উৎসবের আয়োজন করা হয়। উদীচী শিল্পীগোষ্ঠী কেশবপুর শাখা এ উৎসবের
আয়োজন করে।
উদীচী শিল্পীগোষ্ঠী কেশবপুর শাখার সভাপতি অনুপম মোদকের সভাপতিত্বে পিঠা উৎসবে
উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন, উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) তানভীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক,
উদীচী জেলা সংসদের সহ-সভাপতি আব্দুল আফান খান, গ্রন্থাগার সম্পাদক চন্দন
সিদ্দিকী, নাট্য বিভাগের প্রধান রিয়াদ আহমেদ, কেশবপুর নাগরিক সমাজের সভাপতি
আইনজীবী আবু বক্কর সিদ্দিকী, খেলাঘর আসরের কেন্দ্রীয় সদস্য আব্দুল মজিদ, খেলাঘর
কেশবপুরের সাধারণ সম্পাদক সৈয়দ আকমাল আলী।
অনুষ্ঠানে পাঁচজন পিঠা মাকে সম্বর্ধিত করা হয়। তারা হলেন শ্যামলী অধিকার, দুর্গা
দাস, নিপা রানী সাহা, শারমিন আক্তার, রীতা দত্ত। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও
মনোজ্ঞপূর্ণ সংস্কৃতি পরিবেশন করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিদের নানা রকমের
পিঠা দিয়ে আপ্যায়ণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here