টেষ্টার কা‌ছে অর্থ কোন বাধা নয় প্রমান কর‌লেন প্রেমবা‌গের রাজু সরদার

0
172
মিজান রহমান লিটন: গোব‌রে ফো‌টে না পদ্ম ফুল, এ জেন কথার কথা। এম‌বি‌বিএস ভ‌র্তি পরীক্ষা ২০২৪  এর ফলাফলে অভয়নগ‌র প্রেমবা‌গের রাজু সরদার প্রমান কর‌লো গোব‌রেই  ফো‌টে পদ্মফুল। পিতা অ‌টোভ‌্যান চালক নাজমুল সরদার , মাতা কাক‌লি বেগম গ্রাম+ ডাক-মাগুরা, অভয়নগর, য‌শোর।
প‌রিশ্রম এবং মেধার কা‌ছে হার মান‌লো আ‌র্থিক অনটন। পিতা ভ‌্যানচালক, নুন পান্তার সংসা‌রে হা‌সি ফুটা‌নো রাজু সরদার ২০২১ সা‌লে মাগুরা শা‌ন্তিলতা মাধ‌্যমিক বিদ‌্যালয় থে‌কে জি‌পিএ ৫.০০‌ পে‌য়ে ভ‌র্তি হয় য‌শোর ক‌্যান্টন‌মেন্ট ক‌লে‌জে। ২০২৩ সা‌লে উচ্চ মাধ‌্যমি‌কে জি‌পিএ ৪.৯২ পে‌লে ডাক্তার হওয়ার প‌থে ‌কিছুটা হোচট লা‌গে তবুও থে‌মে থা‌কে‌নি রাজুর চেষ্টা এবং সর্বশেষ সফল মে‌রিট প‌জিশন ৫০১৩, ‌টেস্ট স্কোর ৬৯.২৫ ও মে‌রিট স্কোর ২৬৭.২৫ ‌পে‌য়ে নেত্রকোনা মে‌ডি‌কেল ক‌লে‌জে ডাক্তারী পড়ার সু‌যোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here