এক মাসেও ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইয়াছিন, সন্ধান চায় তার পরিবার

0
161

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে কিশোর ইয়াছিন মোল্যা (১৬) ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছে
তার পরিবার। গত এক মাস ধরে নিখোঁজ সন্তানের চিন্তায় খাওয়া নেই, ঘুম নেই
তার মা-বাবার। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া
যায়নি। ইয়াছিন মোল্যা অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের কাদিরপাড়া এলাকার
মশিয়ার মোল্যা ছেলে।
তার পিতা ভ্যানচালক মশিয়ার মোল্যা অঝোরে কাঁদতে কাঁদতে জানান, আমার ছেলে
কোরআনের সাত পারা সম্পন্ন করা হাফেজ বিভাগের ছাত্র। সে বাড়ির পাশের
কাদিরপাড়া এবতেদায়ী মাদ্রাসায় পড়াশুনা করতো। সামান্য ঘটনা নিয়ে তাকে
বকাবকি করায় গত ১৪ জানুয়ারি-২০২৪ তারিখ মাগরিবের নামাজের পর বাড়ি
থেকে ৫০০ টাকা নিয়ে এক কাপড়ে বের হয়ে যায়। তার পর থেকে আজ পর্যন্ত আমরা
তার কোনো সন্ধান পাচ্ছি না। কেউ তার সন্ধান পেলে নিখোঁজ শিশু ইয়াছিন
মোল্যার পিতার ব্যবহৃত মোবাইল নং ০১৯৩৯-৬৮৬৩৯৯ বা সাহায্যকারী সাংবাদিকের
ব্যবহৃত মোবাইল নং ০১৯৬২-৭১৭৮৬৬ নাম্বারে যোগাযোগের জন্য বিশেষভাবে
অনুরোধ জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here