গাংনীতে শতভাগ সিসি ক্যামেরায় এসএসসি পরীক্ষা

0
206
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে শতভাগ সিসিটিভি ক্যামেরার নজরদারিতে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা। এ উপজেলায় চারটি উপকেন্দ্রসহ মোট ১৩ টি পরীক্ষা কেন্দ্রের সকল কক্ষে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এই উপজেলায় ১৩ টি কেন্দ্রে মোট ৪৩০৬ জন পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে রয়েছে সিসিটিভি ক্যামেরা। যা নিয়ন্ত্রণ করা হচ্ছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে। কেন্দ্রের পরীক্ষা পরিদর্শক, পর্যবেক্ষক ও ভ্রাম্যমাণ আদালতের টিম ছাড়াও সিসিটিভি ক্যামেরা ফুটেজের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। এসএসসি পরীক্ষার সার্বিক নিরাপত্তা ও শৃংখলা নিশ্চিত করার জন্যই উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানায় মাধ্যমিক শিক্ষা অফিস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here