মেহেদী হাসান বাগেরহাট : ১৫ ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টায় বাগেরহাট জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে আউট অব স্কুল চিলড্রেন প্রোগ্রাম এর কর্মকর্তা কর্মচারী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক বৃন্দের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) সাব-কম্পোনেন্ট ২.৫ আউট অব স্কুল চিলড্রেন প্রোগ্রাম এর আওতায় বাগেরহাটে বেসরকারী উন্নয়ন সংস্থা সুখী মানুষ কর্তৃক বাস্তবায়িত আউট অব স্কুল চিলড্রেন প্রোগ্রাম এর সফল শিক্ষা কার্যক্রম প্রগ্রামটি নিয়ম নিতি অনুসরণ করে সুনামের সহিত আউট অব স্কুল চিলড্রেন প্রোগ্রাম এর কার্যক্রম পরিচালনা করে আসছিল হঠাৎ একটি কুচক্রী মহল এই কার্যক্রমের বিরুদ্ধে বিভিন্ন সময় সাংবাদিকদের মিথ্যা ও ভুল তথ্য পরিবেশন করে কার্যক্রমটি বাধাগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এমতাবস্থায় কুচক্রি মহলটির বিরুদ্ধে প্রোগ্রাম টির কর্মকর্তা কর্মচারী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক বৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি বাস্তবায়ন করেন। এ সময় শিক্ষক শিক্ষিকা অভিভাবক বৃন্দ মানববন্ধন এ বলেন আমরা ঠিক মতো আমাদের বেতন উপকরণ উপবৃত্ত সহ কিছু সুখী মানুষ এর পক্ষ থেকে পাচ্ছি এবং আউট অব স্কুল চিলড্রেন প্রোগ্রাম এর কার্যক্রমটি সুন্দরভাবে পরিচালনা করছি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন অতি দ্রুত এই কুচক্রী মহলটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক তাহলে একদিকে যেমন সমাজের ঝরে পড়া শিশুদের শিক্ষা কার্যক্রমে মুল ধারায় পরিচালিত করা যাবে অন্য দিকে শিক্ষা আলো পৌঁছে যাবে ঘরে ঘরে ঝরে পড়া শিশুদের জীবন শিক্ষায় শিক্ষিত হবে সেইসাথে শিক্ষা ক্ষেত্রে দেশ এগিয়ে যাবে আরও একধাপ এমনটাই প্রত্যাশা সকলের।
এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন বলেন আমি বিষয় টি শুনেছি লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীকে দ্রুত আইনের আওতায় আনা হবে।















