যশোর : যশোর ঐতিহ্য রক্ষা সংগ্রাম কমিটির ডাকে ঐতিহাসিক জেলা পরিষদ ভবণ ভাংঙ্গার ষড়যন্ত্র প্রতিহতের দাবীতে আজ দুপুর ১২টায় যশোর প্রেসক্লাবের সামনে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
সংগ্রাম কমিটির আহবায়ক সাংবাদিক রুকনউদদৌলার সভাপতিত্বে এ মানব বন্ধনে সাংবাদিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, বক্তারা বলেন ব্রিটিশ আমলে প্রথম জেলা যশোর, যে শহরের জনবসতি বোদ্ধ যুগথেকে সেই শহরে পরিচয় দেয়ার মতো কোন ঐতিহাসিক স্থাপনা নেই, সবই লুটপাটকারীকা ধ্বংশ করেছে, বর্তমানে বৃটিশ আমলে নির্মিত কয় একটি স্থাপনা মাত্র আছে যা দেখিয়ে আমরা গর্বকরি আমরা প্রথম জেলার নাগরিক। ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরতে এই স্থাপনা গুলো রক্ষা করা প্রয়োজন। কিছু ব্যাক্তি জেলাপরিষদের কমিটিতে অধিষ্ট হয়ে ব্যাক্তিগত লুটপাটের স্বার্থে এই ঐতিহাসিক ভবণকে ধ্বংশ করতে ষড়যন্ত্র করেছে। অবিলম্বে এই ভবণ ভাঙ্গার নটিশ প্রত্যাহার করে সংস্কারের উদ্যোগ নেয়া হোক। যদি এই ভবণের একটা ইট ক্ষতিগ্রস্থ করা হয় তা হলে যশোর বাসি এই লুটপাটকারীদের সমুচিৎ জবাব দেবে।















