লায়ন্স ক্রিকেট একাদশকে হারিয়ে কিংস ক্রিকেট একাদশের জয়

0
306
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে লায়ন্স ক্রিকেট একাদশকে হারিয়ে সরকার কিংস ক্রিকেট একাদশ জয়ী হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় মাঠে এ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়৷ সরকার গ্রুপের উদ্যোগে ২৬ তম বার্ষিক বনভোজন ও ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
লায়ন্স ক্রিকেট একাদশ বনাম কিংস ক্রিকেট একাদশের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই অনুষ্ঠিত হয়। তবে গত দুই বারের চ্যাম্পিয়ন লায়ন্স ক্রিকেট একাদশকে হারিয়ে কিংস ক্রিকেট একাদশ চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
সরকার গ্রুপের চেয়ারম্যান আলমগীর সরকারের সভাপতিত্বে ও সরকার গ্রুপের পরিচালক সাঈদ সরকারের সার্বিক তত্বাবধানে মাঠে বসে খেলা উপভোগ করেন নওয়াপাড়া সরকারী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক সহ অন্যন্যরা। খেলা ও আলোচনা সভা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here